Last Updated: Friday, June 22, 2012, 21:44
ফের অগ্নিকাণ্ড কলকাতায়। শুক্রবার সন্ধেয় উল্টোডাঙার স্টেশন সংলগ্ন একটি বৈদ্যুতিন সরঞ্জামের শোরুমে আগুন লাগে। শোরুমের ৪ তলায় ছিল গুদাম। গুদামে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে শোরুমের বাকি তলায় আগুন ছড়াতে পারেনি। ঘটনাস্থলে যায় দমকলের দশটি ইঞ্জিন এবং একটি ল্যাডার।