দায়িত্ব নিলেন নতুন উপাচার্য

দায়িত্ব নিলেন নতুন উপাচার্য

দায়িত্ব নিলেন নতুন উপাচার্যবাস্তব ও প্রত্যাশার মধ্যেও ফারাক থাকা সত্ত্বেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে সেন্টার ফর এক্সেলেন্সে পরিণত করা সম্ভব। মঙ্গলবার দায়িত্ব নিয়ে একথা বলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য মালবিকা সরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও উপাচার্য ছাত্রছাত্রী এবং আধিকারিকদের সঙ্গে দেখা
করেন। ভাল শিক্ষক নিয়োগ করা, লাইব্রেরি তৈরি করা-- সবকিছুর ওপরেই প্রথম পর্যায়ে বিশেষ নজর দেওয়া হবে বলে জানান নতুন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের আর্থিকঅবস্থার উন্নতি করতে সরকার এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মালবিকা
সরকার। বিশ্ববিদ্যালয়ে এখন কর্মী সংখ্যা অপর্যাপ্ত। তাই কর্মী সংখ্যা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, প্রত্যাশা আর বাস্তবের মধ্যে ফারাক থাকলেও প্রত্যাশা পূরণ করা অসম্ভব বিষয় নয়।

First Published: Wednesday, October 19, 2011, 00:02


comments powered by Disqus