Last Updated: Monday, June 9, 2014, 23:31
মেন্টর গ্রুপের সদস্য হিসেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফিরতে চলেছেন মালবিকা সরকার। ইতিমধ্যেই কাউন্সিল তাঁকে পরিচালন সমিতির সদস্যও মনোনীত করেছে। উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই গত মে মাসে তাঁকে দায়িত্ব হস্তান্তর করতে হয়। দায়িত্ব হস্তান্তরের বিষয়টি আগে থেকে না জানানোয় সরকার ও রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিতর্কে জড়ান তিনি। তাঁকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অথচ তাঁকেই জানানো হয়নি। সরকার এবং খোদ রাজ্যপালের সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলে শেষ বেলায় রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তত্কালীন উপাচার্য মালবিকা সরকার।