Malaysia Airlines Flight 370 mystery: Terror link not ruled out, four names being probed

দুর্ঘটনা না নাশকতা! এখনও নিখোঁজ ফ্লাইট ৩৭০, তদন্তে এফবিআই

দুর্ঘটনা না নাশকতা! এখনও নিখোঁজ ফ্লাইট ৩৭০, তদন্তে এফবিআই কোথায় তলিয়ে গিয়েছে মালেশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমান? ক্রমশ ঘনীভূত হচ্ছে সন্দেহ। রবিবার সকাল হতেই ফের একবার নিখোঁজ বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করে দেওয়া হয়েছে। চিন ও মার্কিন নৌসেনার যুদ্ধজাহাজকে উদ্ধারকার্যে লাগানো হয়েছে।

বেজিং থেকে কুয়ালালামপুরগামী মালেশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০ বিমানটি সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। অনুমান ২৩৯ জন বিমান যাত্রীর সকলের মৃত্যু হয়েছে। এর মধ্যেই উঁকি দিচ্ছে নতুন সন্দেহ। দুর্ঘটনা না নাশকতা! মালেশিয়া এয়ারলাইন্সের জানিয়েছে বিমানে ৪ যাত্রী ভুয়ো পাসপোর্ট নিয়ে যাত্রা করছিলেন। তাঁদের চিহ্নিতকরণের কাজ চলছে। গোটা ঘটনার গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সাহায্য করছে মার্কিন তদন্তকারী সংস্থা এফ বি আই।

আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রে খবর মেলে বিমানে চার যাত্রী ভুয়ো পাসপোর্ট নিয়ে যাত্রা করছিলেন। তাঁদের পরিচয় জানতে বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।


First Published: Sunday, March 9, 2014, 11:37


comments powered by Disqus