Malda accident, killed 18

মালদহে দুটি পথ দুর্ঘটনায় মৃত ১৮

মালদহে দুটি পথ দুর্ঘটনা মৃত্যু হল মোট ১৮ জনের। কালুয়াদিঘির কাছে গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ষোলোজনের মৃত্যু হয়েছে। গাজোলে লরি ও পিক আপ ভ্যানের সংঘর্ষে মারা গেছেন দুজন।

মালদহের রসিলাদহ গ্রামে বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ফিরছিল বরযাত্রীবোঝাই দুটি গাড়ি। মঙ্গলবার ভোরে পুরাতন মালদহের কালুয়াদিঘির কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। ঘটনাস্থলেই তেরোজনের মৃত্যু হয়। মালদহ মেডিক্যাল কলেজে মারা যান আরও তিনজন।

অন্যদিকে, মালদহের গাজোলে অন্য একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও দুজনের। আলমপুরের কাছে একটি লরিতে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারলে দুর্ঘটনাটি হয়।

First Published: Tuesday, February 11, 2014, 16:53


comments powered by Disqus