Last Updated: March 21, 2014 15:39
ছিনতাইয়ে বাধা পেয়ে মালদায় দুরপাল্লার ট্রেন থেকে মহিলা যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিল দুই ছিনতাইবাজ। ঘটনা রাধিকাপুর এক্সপ্রেসে। মালদা স্টেশন পেড়োনোর পর সংরক্ষিত কামরায় শিখা মিত্র নামে এক ষাটোর্ধ যাত্রীর ওপর চড়াও হয় দুই ছিনতাইবাজ। ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁরা। মহিলা বাধা দেন। ধরে ফেলে দুজনকেই। ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
সামসি স্টেশনে ঢোকার মুখে চলন্ত ট্রেন থেকে এরপর শিখা মিত্র নামে ওই যাত্রীকে ফেলে দেয় ছিনতাইবাজরা। এরপরই পালিয়ে যায় তারা। আহত অবস্থায় ওই যাত্রী শিখা মিত্রকে ভর্তি করা হয়েছে সংলগ্ন হাসপাতালে। জানা গিয়েছে, মেয়েকে নিয়ে কলকাতা থেকে উত্তর দিনাজপুরের সুদর্শনপুরে যাচ্ছিলেন ওই যাত্রী।
First Published: Friday, March 21, 2014, 15:39