Last Updated: Friday, March 21, 2014, 15:39
ছিনতাইয়ে বাধা পেয়ে মালদায় দুরপাল্লার ট্রেন থেকে মহিলা যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিল দুই ছিনতাইবাজ। ঘটনা রাধিকাপুর এক্সপ্রেসে। মালদা স্টেশন পেড়োনোর পর সংরক্ষিত কামরায় শিখা মিত্র নামে এক ষাটোর্ধ যাত্রীর ওপর চড়াও হয় দুই ছিনতাইবাজ। ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁরা। মহিলা বাধা দেন। ধরে ফেলে দুজনকেই। ধস্তাধস্তি শুরু হয়ে যায়।