মালদায় সিপিআইএম কর্মীর ওপর হামলা

মালদায় সিপিআইএম কর্মীর ওপর হামলা

মালদায় সিপিআইএম কর্মীর ওপর হামলামালদার ইংরেজবাজার বিধানসভা উপনির্বাচনের আগে সেখানকার এক সিপিআইএম কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালাল দুষ্কৃতীরা। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সিপিআইএমের কর্মিসভায় যোগ দেওয়ায় বুদ্ধ মণ্ডল নামে ওই কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ।  যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সামনেই বিধানসভা উপনির্বাচন। ইংরেজবাজার পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড মিলিয়ে রবিবার দুপুরে স্থানীয় মালঞ্চপল্লি হাইস্কুলে কর্মিসভার আয়োজন করে সিপিআইএম। সেই কর্মিসভায় যোগ দেন তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সিপিআইএম কর্মী বুদ্ধ মণ্ডল ও তাঁর পরিবার। অভিযোগ, সন্ধেবেলা ফেরার পথে তাঁদের হুমকি দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা। রাতে ফের বুদ্ধ মণ্ডলের বাড়িতে হানা দেয় তারা।  অভিযোগ,সিপিআইএম করে এলাকায় থাকতে গেলে জরিমানা বাবদ বেশ কয়েক বস্তা সিমেন্ট দাবি করে তৃণমূল কর্মীরা। রাজি না হলে বুদ্ধ মণ্ডলের পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ।

 স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী বিফল সরকার, দীপু মণ্ডল, বিশ্বনাথ মণ্ডল এবং পিলু মণ্ডলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার নিন্দা করেছে সিপিআইএম নেতৃত্ব। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনা নিয়ে ক্যামেরার সামনে মুখ খোলেনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।





First Published: Monday, February 4, 2013, 11:37


comments powered by Disqus