Last Updated: Monday, February 4, 2013, 11:36
মালদার ইংরেজবাজার বিধানসভা উপনির্বাচনের আগে সেখানকার এক সিপিআইএম কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালাল দুষ্কৃতীরা। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সিপিআইএমের কর্মিসভায় যোগ দেওয়ায় বুদ্ধ মণ্ডল নামে ওই কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।