Last Updated: December 29, 2013 21:40
বাসে হামলার ছক কষতে মালদায় এসে বৈঠক করে গিয়েছিলেন কেএলও নেতা মালখান সিং। গুলির ঘটনায় দুজনকে গ্রেফতারের পর আজ এই দাবি করলেন মালদার পুলিস সুপার। ধৃত সুভাষ বর্মন কামতাপুর পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। আরে ধৃত ফলেন বর্মণও কেপিপির সদস্য হিসেবেই পরিচিত। ফলেনের বাড়ি হবিপুর থানার জাজোলে।
গত ২৬ ডিসেম্বর ওই বাড়িতেই বৈঠক করতে আসেন কেএলও শীর্ষ নেতা মালখান সিং। ফলেন বর্মন ও সুভাষ বর্মন দুজনেই ওই বৈঠকে ছিলেন বলে পুলিস জানিয়েছে। বৈঠকে মালদা সহ উত্তরবঙ্গে বড়সর নাশকতার ছক কষা হয় বলে পুলিস জানতে পেরেছে।
ধৃত দুজন ছাড়াও ওই বৈঠকে স্থানীয় বেশ কয়েক জন উপস্থিত ছিলেন বলে পুলিস জানতে পেরেছে। জাজোল থেকে ফলেনকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে আজ ইংরেজবাজার থানার অতুল মার্কেট থেকে গ্রেফতার করা হয় সুভাষ বর্মনকে। শুক্রবার রাতে মালদার কালিপুকুরে বাস লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। আহত হন এগারো জন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
First Published: Sunday, December 29, 2013, 21:40