malda bus firing - Latest News on malda bus firing| Breaking News in Bengali on 24ghanta.com
বাসে হামলার ছক কষতে মালদায় এসে বৈঠক করেছিলেন কেএলও নেতা মালখান, দাবি পুলিসের

বাসে হামলার ছক কষতে মালদায় এসে বৈঠক করেছিলেন কেএলও নেতা মালখান, দাবি পুলিসের

Last Updated: Sunday, December 29, 2013, 21:40

বাসে হামলার ছক কষতে মালদায় এসে বৈঠক করে গিয়েছিলেন কেএলও নেতা মালখান সিং। গুলির ঘটনায় দুজনকে গ্রেফতারের পর আজ এই দাবি করলেন মালদার পুলিস সুপার। ধৃত সুভাষ বর্মন কামতাপুর পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। আরে ধৃত ফলেন বর্মণও কেপিপির সদস্য হিসেবেই পরিচিত। ফলেনের বাড়ি হবিপুর থানার জাজোলে।