malda incident

বাইক চুরির অভিযোগে মহিলার কান কেটে নেওয়ার নৃশংস ঘটনা মালদায়

বাইক চুরির অভিযোগে মহিলার কান কেটে নেওয়ার নৃশংস ঘটনা মালদায় নৃশংসতার নজির মালদায়। বাইক চুরির অভিযোগে এক মহিলার কান কেটে নিল ভরত মণ্ডল নামে এক ব্যক্তি। শনিবার বাইক চুরির অভিযোগে সত্যেন মণ্ডলের বাড়িতে চড়াও হয় ভরত মণ্ডল। অভিযোগ, সত্যেন মণ্ডলকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রীর ওপর চড়াও হয় ভরত মণ্ডল ও তার সঙ্গীরা। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার নৃশংসতার সাক্ষী হল মালদহের কাজিগ্রাম। বাইকচুরির অভিযোগে কান কেটেনেওয়া হল মঞ্জরী মণ্ডল নামে এক মহিলার। গত উনত্রিশে ডিসেম্বর বাইক চুরি হয় ইংরেজবাজার থানার কাজিগ্রামের বাসিন্দা ভরত মণ্ডলের। এরপরই স্থানীয় সত্যেন মণ্ডলের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ আনে ভরত মণ্ডল ও তার পরিবার। শনিবার নিজের বাইকের খোঁজ করতে লোকজন নিয়ে সত্যেন মণ্ডলের বাড়িতে চড়াও হয় ভরত মণ্ডল। কিন্তু বাড়িতে সত্যেন মণ্ডলকে না পেয়ে তাঁর স্ত্রী মঞ্জরী মণ্ডলের ওপর চড়াও হয় ভরত মণ্ডল ও তার সঙ্গীসাথীরা। ব্যাপক মারধরের পর মঞ্জরীদেবীর কান কেটে নেওয়া হয় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় মঞ্জরীদেবীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ভরত মণ্ডলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ভরত মণ্ডল। তার খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।

First Published: Sunday, January 5, 2014, 12:31


comments powered by Disqus