Last Updated: Sunday, January 5, 2014, 12:31
নৃশংসতার নজির মালদায়। বাইক চুরির অভিযোগে এক মহিলার কান কেটে নিল ভরত মণ্ডল নামে এক ব্যক্তি। শনিবার বাইক চুরির অভিযোগে সত্যেন মণ্ডলের বাড়িতে চড়াও হয় ভরত মণ্ডল। অভিযোগ, সত্যেন মণ্ডলকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রীর ওপর চড়াও হয় ভরত মণ্ডল ও তার সঙ্গীরা। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।