Last Updated: December 5, 2013 09:47

বাজেট পাশ হল না কংগ্রেস পরিচালিত মালদহ জেলা পরিষদে। ৩৮টি আসন বিশিষ্ট এই জেলা পরিষদে কংগ্রেস ও সিপিআইএমের দখলে রয়েছে ষোলোটি করে আসন। অন্যদিকে তৃণমূলের দখলে রয়েছে ছটি আসন। ফলে একক সংখ্যা গরিষ্ঠতা নেই কোনও দলেরই। এই অবস্থায় মালদহ জেলা পরিষদের বাজেট পাশ করাতে গেলে কংগ্রেসের দরকার ছিল তৃণমূল অথবা সিপিআইএমের সমর্থন। কিন্তু এই দুই দলই বাজেট বয়কট করায় কংগ্রেসের একার পক্ষে সম্ভব হল না বাজেট পাশ করানো।
তৃণমূলের অভিযোগ, সিপিআইএম এই জেলা পরিষদ দখলে কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিয়েছে ফলে এই বাজেটের কোনও অর্থই হয়না। অন্যদিকে সিপিআইএমের অভিযোগ, সাধারণ বাজেট পেশ করার আগে স্থায়ী সমিতিতে খসড়া বাজেট পাশ করাতে হয়। কিন্তু কংগ্রেস এসব কিছুই করেনি। কংগ্রেসের বক্তব্য এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দিতেই বাজেট বয়কট করেছে সিপিআইএম ও তৃণমূল।
First Published: Thursday, December 5, 2013, 09:47