Last Updated: March 13, 2014 22:20

-------------------------------------
রামলীলা ময়দানে জনসভার আয়োজন কারা করেছিল, তা নিয়ে কাল দিনভর টানাপোড়েন চলেছে। কিন্তু আজ আমাদের হাতে এসে পৌছেছে দিল্লি পুরসভার একটি রসিদের প্রতিলিপি। তা থেকে স্পষ্ট, কাল রামলীলা ময়দানে জনসভার জন্য অনুমতি নিয়েছিল তৃণমূল কংগ্রেসই। তৃণমূল নেত্রীর দাবি একেবারেই ঠিক নয়।
রামলীলা ময়দানে জনসভার দায়িত্ব কার ছিল, বুধবার তা নিয়ে দিনভর চাপানউতোর চলেছে আন্না শিবির এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। আন্না হাজারের মুখপাত্র সুনীতা গোদারা বলেছেন, রামলীলার জনসভা আন্না ডাকেননি। তৃণমূল সুপ্রিমোর দাবি, এই জনসভা তৃণমূলের নয়। তিনি শুধুই আমন্ত্রিত।
কিন্তু বৃহস্পতিবার আমাদের হাতে এসে পৌছয় দিল্লি পুরসভার একটি রসিদের প্রতিলিপি। তাতে দেখা যাচ্ছে, দিল্লি নগর নিগমের অসত আলি রোড শাখা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে জনসভা করার জন্য রামলীলা ময়দান ভাড়া দিয়েছিল গত এগারোই মার্চ। রসিদে তৃণমূল কংগ্রেসের স্থানীয় ঠিকানা দেওয়া হয়েছে, 181 SOUTH AVENUE, NEW DELHI-110011।
ভাড়া বাবদ তৃণমূলের পক্ষ থেকে ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে উনিশ হাজার একশো দু টাকা। চেক নম্বর 200075। এই রসিদ থেকেই স্পষ্ট তৃণমূল নেত্রী যে দাবি করেছেন, তা একেবারেই ঠিক নয়। ওই জনসভার আয়োজক এবং উদ্যোক্তা এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেসই। তাই তার প্রচার এবং লোক সমাগমের দায়িত্ব যে নীতিগত ভাবে তৃণমূল কংগ্রেসেরই, তা-ও আর বলার অপেক্ষা রাখে না।
First Published: Thursday, March 13, 2014, 22:22