mamata giletin

আলোচনা ছাড়াই গিলোটিনে ১৫টি দফতরের বাজেট

তিন বছরের মধ্যে প্রথমবার স্বরাষ্ট্র দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, হাতে থাকা বাকি দফতরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নিলেন না তিনি । ভূমি ও ভূমি সংস্কার, সংখ্যালঘু উন্নয়ন,পাবর্ত্য বিষয় বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলির বাজেট আলোচনা ছাড়াই পাঠিয়ে দেওয়া হল গিলোটিনে।

সোমবার ১৫টি দফতরের বাজেট কোনওরকম আলোচনা ছাড়াই পাঠিয়ে দেওয়া হল গিলোটিনে। এরমধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা একাধিক গুরুত্বপূর্ণ দফতর।

সংখ্যালঘু উন্নয়ন দফতর

পার্বত্য বিষয়ক দফতর

তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ

ভূমি ও ভূমি সংস্কার দফতর


রাজ্য শিল্পের জন্য জমির সংকট ঠেকাতে সরকার কিছু ভাবছে কিনা ভূমি ও ভূমি সংস্কার নিয়ে আলোচনা না হওয়ায় তা জানা ও বলার সুযোগই পেলেন না বিধায়করা। একইভাবে, সংখ্যালঘু উন্নয়নের জন্য সরকারের নতুন কোনও ভাবনা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে পারলেন না বিরোধীরা। একইভাবে, আলোচনা হল না পাহাড় নিয়ে সরকারের ভাবনার বিষয়টিও। একের পর এক বাজেটকে যখন গিলোটিনে পাঠানো হচ্ছে সেসময় প্রতিবাদে ভোটাভুটির দাবি করেন বাম বিধায়করা।

মুখ্যমন্ত্রী অবশ্য এবার স্বরাষ্ট্র দফতরের বাজেট-বিতর্কে অংশ নিয়েছিলেন। তিনবছরে এই প্রথমবার। তাঁর হাতে থাকা আরও একটি গুরুত্বপূর্ণ দফতর স্বাস্থ্যের বাজেট বিতর্কে অংশ নিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু,মুখ্যমন্ত্রীর হাতে থাকা বাকি অধিকাংশ দফতরের বাজেট আলোচনা অধরাই রয়ে গেল।

First Published: Monday, July 7, 2014, 19:36


comments powered by Disqus