Tinamool - Latest News on Tinamool| Breaking News in Bengali on 24ghanta.com
আলোচনা ছাড়াই গিলোটিনে ১৫টি দফতরের বাজেট

আলোচনা ছাড়াই গিলোটিনে ১৫টি দফতরের বাজেট

Last Updated: Monday, July 7, 2014, 18:38

তিন বছরের মধ্যে প্রথমবার স্বরাষ্ট্র দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, হাতে থাকা বাকি দফতরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নিলেন না তিনি । ভূমি ও ভূমি সংস্কার, সংখ্যালঘু উন্নয়ন,পাবর্ত্য বিষয় বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলির বাজেট আলোচনা ছাড়াই পাঠিয়ে দেওয়া হল গিলোটিনে।