Last Updated: December 3, 2012 10:34

ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। গতকাল রাত নটা নাগাদ পুরুলিয়ায় পৌঁছন মুখ্যমন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাংলোয় রাত্রিবাসের পর আজ বেলা সাড়ে এগারোটায় সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। দুপুর একটায় হুটমুড়া ফুটবল মাঠে এক জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টেয় পুরুলিয়া থেকে বাঁকুড়া পৌঁছবেন তিনি।
বাঁকুড়ার সার্কিট হাউসেই এরপর প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাতে তিনি থাকবেন সার্কিট হাউসেই। পরের দিন অর্থাত্ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ওন্দায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে সড়ক পথে কলকাতার উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী।
First Published: Monday, December 3, 2012, 10:34