তহবিল তৈরিতে ধূমপানের পরামর্শ, মুখ্যমন্ত্রীর `রসিকতায়` রসাতলে স্বাস্থ্য

তহবিল তৈরিতে ধূমপানের পরামর্শ, মুখ্যমন্ত্রীর `রসিকতায়` রসাতলে স্বাস্থ্য

তহবিল তৈরিতে ধূমপানের পরামর্শ, মুখ্যমন্ত্রীর `রসিকতায়` রসাতলে স্বাস্থ্য চিটফান্ডে প্রতারিতদের জন্য তহবিল তৈরি হবে সিগারেটের ওপর বসানো বাড়তি করের টাকায়। সে জন্য বুধবার রাজ্যবাসীকে আরও বেশি করে ধূমপানের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি আবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। ধূমপানের পক্ষে তাঁর এই মন্তব্যে বিস্মিত সকলেই।

চিট ফান্ডের শিকারদের জন্য ত্রাণ তহবিল গড়ছে রাজ্য৷ জানিয়েছেন বাড়তি অর্থ সরকার সংগ্রহ করবে সিগারেটের ওপর দশ শতাংশ কর বাড়িয়ে। বাড়তি কর সংগ্রহের লক্ষ্যে কিছুটা হালকা চালেই মানুষকে বেশি করে ধূমপান করারও নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য বিরোধী আইনে সিগেরেটের প্রচার ও বিজ্ঞাপণের ওপর পরিষ্কার বিধিনিষেধ রয়েছে। তাই ধূমপানের দৃশ্য থাকলে সিনেমাতেও বিধিবদ্ধ সতর্কীকরণ দেখানো হয়৷ বিশ্বজুড়েই চলছে এই তামাক বিরোধী প্রচার। এরাজ্যেও সম্প্রতি স্বাস্থ্যদফতরের তরফে গুটখা-পানমশলার মতো চেবানো তামাকের নিষিদ্ধকরণের বিজ্ঞন্তি জারি হয়েছে৷ ঠিক সেই সময়, লঘূচালে হলেও ধূমপানের পক্ষে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সওয়াল অস্বস্তিতে ফেলেছে স্বাস্থ্য আধিকারিকদেরও।
 

First Published: Friday, April 26, 2013, 08:52


comments powered by Disqus