Last Updated: Saturday, February 22, 2014, 16:37
তেন্ডু পাতায় মোড়া তামাক ঠাসা হাতে বানানো খাঁটি ভারতীয় ধুম্রকাঠি বিড়ির মার্কিন দেশ ভ্রমণে আপাতত ফুলস্টপ পড়ল। মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হল খাঁটি ভারতীয় বিড়ির বিক্রি ও আমদানী। ২০০৯ সাল থেকে একটি ভারতীয় কোম্পানি বিদেশে বিড়ির সরবারহ করে।