বিরোধীদের বিরুদ্ধেই হোটেলের ঘরে খুনের ষড়যন্ত্রের অভিযোগ মমতার

বিরোধীদের বিরুদ্ধেই হোটেলের ঘরে খুনের ষড়যন্ত্রের অভিযোগ মমতার

বিরোধীদের বিরুদ্ধেই হোটেলের ঘরে খুনের ষড়যন্ত্রের অভিযোগ মমতারমালদায় হোটেলের ঘরে অগ্নিকাণ্ড কোনও দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র। তাঁকে খুনের চক্রান্ত হয়েছিল। বিস্ফোরক এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একধাপ এগিয়ে তাঁর আরও অভিযোগ, এর পিছনে হাত রয়েছে বিরোধী জোটের। আজ ফরেনসিক টিম হোটেলের ঘরে একপ্রস্থ তদন্ত চালায়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আলাদা করে তদন্ত করা হচ্ছে। তবে কেউই এনিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ।

নাম না করে বিরোধী জোট বলতে কাদের বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী? তবে কি তিনি সিপিআইএম, কংগ্রেস, বিজেপি-র কথা বলছেন ? এই প্রশ্নগুলি ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, কিসের ভিত্তিতে এত বড় অভিযোগ আনছেন মুখ্যমন্ত্রী? জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তায় যদি সত্যিই গলদ থাকে, সেক্ষেত্রে তার দায় কার? রাজনৈতিক মহলে এনিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

হোটেলের যে ঘরে এসি মেশিনে আগুন লাগে, শুক্রবার সেখানে গিয়ে তদন্ত চালিয়েছে ফরেনসিক দল। তবে কোনও সূত্র পাওয়া গেল কিনা, তা নিয়ে কিছু জানা যায়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার আলাদা করে তদন্ত হচ্ছে। দমকল এবং পুলিসও খতিয়ে দেখছে বিষয়টি। বৃহস্পতিবার সন্ধেয় কি হয়েছিল তা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় নাশকতার তত্ত্ব এবং বিরোধীদের কাঠগড়ায় তোলা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

First Published: Friday, April 18, 2014, 20:42


comments powered by Disqus