Last Updated: October 18, 2012 11:31

আমবাঙালির পুজো পরিক্রমা শুরু না হলেও মুখ্যমন্ত্রীর পুজো পরিক্রমা শুরু হয়ে গেল তৃতীয়াতেই। বুধবার কলকাতার প্রায় ১০টি পুজো মণ্ডপে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি পুজোর উদ্বোধনও করেন।
এর মধ্যে রয়েছে খিদিরপুরের ২৫ পল্লী, বোসপুকুর শীতলামন্দির, ৬৬ পল্লীর পুজো, চেতলা অগ্রণীর পুজো। পুজো দেখতে এবার রাজ্যে রেকর্ড সংখ্যক বিদেশী পর্যটক আসছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
First Published: Thursday, October 18, 2012, 11:31