Last Updated: Friday, October 18, 2013, 08:47
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। গৃহস্থের বাড়িতে বাড়িতে চলছে লক্ষ্মী আরাধোনার তোড়জোড়। শাঁখ বাজিয়ে, সুগন্ধি ধুপ দিয়ে আজ দুর্গা কন্যাকে বরণ করার পালা। প্রার্থনা একটাই, ঘর আলো করে যেন পাক্কা এক বছর মা লক্ষ্মী পরিবারের একজন হয়েই বিরাজ করেন। পরিবারের একজন হয়েই। মা দুর্গার বিসর্জনের পর ফাঁকা বারোয়ারী মণ্ডপ গুলিতে খুশির রেশ ধরে রেখে উপস্থিত লক্ষ্মী দেবী। চলছে খিচুড়ি, লুচি, লাবড়া সহ বহু সুখাদ্যে ভরা লক্ষ্মী ভোগের প্রস্তুতিও। শীতের খবর নিয়ে হাজির কপিও। কিন্তু বাজার যে লক্ষ্মীছাড়া। তাই সাধ আর সাধ্যের মধ্যে তাল মেলাতে গিয়ে বেশ সমস্যায় পড়েছেন গৃহস্থরা। ফলমুল থেকে শাকসব্জির দাম যেমন বেড়েছে, পাল্লা দিয়ে দাম বেড়েছে প্রতিমারও।