mamata will meet Anna on 19

১৯ ফেব্রুয়ারি আন্না হাজারের সঙ্গে দেখা করবেন মমতা

১৯ ফেব্রুয়ারি দিল্লিতে আন্না হাজারের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে এই সাংবাদিক সম্মেলন হওয়ার কথা। ১৮ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওইদিনই আন্না হাজারের সঙ্গে বৈঠক করবেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে তৃণমূলের প্রাসঙ্গিকতা বাড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই আন্না হাজারেকে পাশে পাওয়ার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি, রালেগাঁও সিদ্ধিতে গিয়ে আন্না হাজারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা মুকুল রায়। সেদিনই তৃণমূলের হয়ে প্রচারে নামার কথা জানান আন্না। আন্না শিবির ও তৃণমূলের যৌথ রণকৌশল কী হতে পারে, উনিশ তারিখের যৌথ সাংবাদিক বৈঠকে তার আভাস পাওয়া যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

First Published: Sunday, February 16, 2014, 15:32


comments powered by Disqus