দিল্লিতেও জমি প্রশ্নে অনড় মুখ্যমন্ত্রী

দিল্লিতেও জমি প্রশ্নে অনড় মুখ্যমন্ত্রী

দিল্লিতেও জমি প্রশ্নে অনড় মুখ্যমন্ত্রীরাজ্যের শিল্পায়নে জমি বড় বাধা হয়ে দাঁড়ালেও রাজ্যের জমিনীতিতে বদল ঘটাতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী ফের জানিয়েছেন, জোর করে জমি অধিগ্রহণ করবে না রাজ্য সরকার। সেইসঙ্গে তিনি জানান, কেন্দ্র জমি বিল প্রকাশ্যে আনার পরই নিজেদের জমি বিল নিয়ে এগোবে রাজ্য সরকার।

গত দেড় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শিল্পপতিরা একাধিকবার তাঁর সঙ্গে দেখা করেছেন। কিন্তু, রাজ্যে এখনও সেভাবে বড় কোনও বিনিয়োগ আসেনি। বিনিয়োগ না আসার অন্যতম কারণ হিসেবে রাজ্য সরকারের জমিনীতিকেই দায়ী করেছে শিল্প মহল। রাজ্যের সিদ্ধান্ত, সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। বিনিয়োগ টানার লক্ষ্যে দিল্লিতে গিয়েও পুরোনো অবস্থানেই অনড় থাকার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও জানান, কৃষি ও শিল্প দুইয়ে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের ভারসাম্য রক্ষা করতে চায় তাঁর সরকার।

শিল্পের প্রয়োজনে ল্যান্ডব্যাঙ্ক থেকে জমি দেওয়ার কথা বলেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও, সরকারের ল্যান্ড ব্যাঙ্কে কোথায় কী পরিমাণ জমি রয়েছে সে প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। ফলে রাজ্যের জমিনীতি নিয়ে বিতর্ক কিন্তু থেকেই গেল। 

লগ্নির খোঁজে এই মুহূর্তে দিল্লিতে মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধেয় প্রায় ৪০ জন শিল্পপতির সঙ্গে বৈঠক করেন তিনি। রাজন মিত্তল সহ বিভিন্ন বড় শিল্পসংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি। তবে, উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি টাটা গোষ্ঠীকে।

গত দেড় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শিল্পপতিরা একাধিকবার তাঁর সঙ্গে দেখা করেছেন। কিন্তু, রাজ্যে সেভাবে বড় কোনও বিনিয়োগ আসেনি। রাজ্য সরকারের জমিনীতিই মূল বাধা হয়ে উঠছে বলে অভিযোগ। শিল্পের জন্য সরকার জমি অধিগ্রহণ করবে না। এই অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। ফলে জমিনীতির বাধা পেড়িয়ে রাজ্যের শিল্প-ভবিষ্যত নিয়ে এখনও অনিশ্চিত সংশ্লিষ্ট মহল।






First Published: Monday, December 17, 2012, 23:03


comments powered by Disqus