Last Updated: Monday, December 17, 2012, 22:58
রাজ্যের শিল্পায়নে জমি বড় বাধা হয়ে দাঁড়ালেও রাজ্যের জমিনীতিতে বদল ঘটাতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী ফের জানিয়েছেন, জোর করে জমি অধিগ্রহণ করবে না রাজ্য সরকার। সেইসঙ্গে তিনি জানান, কেন্দ্র জমি বিল প্রকাশ্যে আনার পরই নিজেদের জমি বিল নিয়ে এগোবে রাজ্য সরকার। গত দেড় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শিল্পপতিরা একাধিকবার তাঁর সঙ্গে দেখা করেছেন। কিন্তু, রাজ্যে এখনও সেভাবে বড় কোনও বিনিয়োগ আসেনি। বিনিয়োগ না আসার অন্যতম কারণ হিসেবে রাজ্য সরকারের জমিনীতিকেই দায়ী করেছে শিল্প মহল। রাজ্যের সিদ্ধান্ত, সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। বিনিয়োগ টানার লক্ষ্যে দিল্লিতে গিয়েও পুরোনো অবস্থানেই অনড় থাকার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।