এফ এ কাপ থেকে ছিটকে গেল ম্যান সিটি

এফ এ কাপ থেকে ছিটকে গেল ম্যান সিটি

এফ এ কাপ থেকে ছিটকে গেল ম্যান সিটিএফ এ কাপ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যানুয়েল পেলেগ্রিনির দলকে হারিয়ে এফ এ কাপের সেমিফাইনালে জায়গা করে নিল উইগান অ্যাথলেটিক। গত বছর এফ এ কাপের ফাইনালে উইগানের কাছে হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিকে। তাই রবিবারের ম্যাচ ছিল পেলেগ্রিনির দলের কাছে বদলার ম্যাচ।

কিন্তু খেলার গতির বিরুদ্ধেই সাতাশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে উইগানকে এগিয়ে দেন জর্ডি গোমেজ। মার্টিন ডেমিচেলিস ফাউল করলে পেনাল্টি পায় উইগান। গোল করতে ভুল করেননি গোমেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই উইগানের হয়ে ব্যবধান বাড়ান জেমস পার্চ। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ম্যান সিটি। সমীর নাসরির গোল ব্যবধানও কমায় তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল এই মরসুমের লিগ কাপ চ্যাম্পিয়নদের। দলের হারে দৃশ্যতই হতাশ ম্যান সিটি কোচ পেলেগ্রিনি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসিদের বিরুদ্ধে খেলতে হবে ম্যান সিটিকে। তার আগে দলকে গুছিয়ে নেওয়া যে বেশ কঠিন তা স্বীকার করছেন পেলেগ্রিনি।

First Published: Monday, March 10, 2014, 23:04


comments powered by Disqus