বক্সিং ডে-তে রুদ্ধশ্বাস জয় ম্যান সিটির

বক্সিং ডে-তে রুদ্ধশ্বাস জয় ম্যান সিটির

Tag:  Man city Leverpool
বক্সিং ডে-তে রুদ্ধশ্বাস জয় ম্যান সিটিরবক্সিং ডে-তে রুদ্ধশ্বাস জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। এক গোলে পিছিয়ে পড়েও লিগ শীর্ষে থাকা লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দিল তারা। হাইপ্রোফাইল ম্যাচের দিকে নজর ছিল সবার।

শুরুটা দুরন্ত করে লিভারপুল। ২৪ মিনিটে ফিলিপে কোউটিনোর গোলে লিড নিয়ে নেয় তারা। পিছিয়ে পড়লেও দমে যায়নি ম্যান সিটি। দুরন্ত কামব্যাক করে তারা। সার্গেই অ্যাগুয়েরো না থাকার অভাব বুঝতেই দেননি ভিনসেন্ট কোম্পানিরা। অধিনায়ক কোম্পানির গোলেই সমতা ফেরায় ম্যান সিটি। বিরতির আগে আলভারো নেগ্রেডোর গোল এগিয়ে দেয় তাদের। দ্বিতীয়ার্ধে বারবার চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি লিভারপুল। বড় দলের বিরুদ্ধে আবার ব্যর্থ লুইস সুয়ারেজ। চলতি মরসুমে ঘরের মাঠে সব ম্যাচ জেতার রেকর্ড অব্যাহত রাখল ম্যান সিটি। লিভারপুলের বিরুদ্ধে জয় লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে দিল তাদের।

First Published: Friday, December 27, 2013, 23:37


comments powered by Disqus