Last Updated: March 27, 2013 17:23

মঙ্গলবার পূর্ব দিল্লির করকরডুমা মেট্রো স্টেশনে স্ত্রীকে গুলি করে হত্যা করার পর আজ আত্মঘাতী হলেন আততায়ী পবন কুমার। উত্তর প্রদেশের মুরাদনগর রেল স্টেশনের কাছে গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ ঘটনাস্থলে পৌঁছিয়েছে।
মঙ্গলবার বেলা বারোটা নাগাদ পূর্ব দিল্লির ব্যস্ত করকরডুমা মেট্রো স্টেশনে ঢোকার মুখে স্ত্রী দীপ্তি এবং শ্বশুর ভীষমদাসকে পিছন থেকে গুলি করেন পবন কুমার। গুলিবিদ্ধ অবস্থায় দু`জনকে হাসপাতালে নিয়ে গেলে দীপ্তি মারা যান। তাঁর বাবা এখনও অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি।
First Published: Wednesday, March 27, 2013, 17:23