karkarduma shooting - Latest News on karkarduma shooting| Breaking News in Bengali on 24ghanta.com
স্ত্রীকে মেরে আত্মঘাতী পবন

স্ত্রীকে মেরে আত্মঘাতী পবন

Last Updated: Wednesday, March 27, 2013, 17:23

মঙ্গলবার পূর্ব দিল্লির করকরডুমা মেট্রো স্টেশনে স্ত্রীকে গুলি করে হত্যা করার পর আজ আত্মঘাতী হলেন আততায়ী পবন কুমার। উত্তর প্রদেশের মুরাদনগর রেল স্টেশনের কাছে গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ ঘটনাস্থলে পৌঁছিয়েছে।