Last Updated: June 23, 2014 22:01

টেনিসের মতো এবার ফুটবল ম্যাচেও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেতে পারেন ম্যানেজাররা। ফিফা সভাপতি সেপ ব্লাটারের নয়া প্রস্তাব অনুযায়ী প্রযুক্তির সাহায্যে প্রতিটা দলের কাছে এই সুযোগ আসতে পারে। নিজের পুরনো মতামত থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ফিফা সভাপতি সেপ ব্লাটার।
প্রযুক্তির সাহায্যে এবার থেকে ম্যাচ চলাকালীন প্রতিটা দলের ম্যানেজারকে রেফারির দুটি সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানানোর প্রস্তাব দিলেন ফিফা সভাপতি। সাও পাওলোয় চৌষট্টিতম ফিফা কংগ্রেসে এই প্রস্তাব দেন ব্লাটার। একটা সময় ম্যাচে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে তীব্র আপত্তি ছিল ফিফার সভাপতির। ব্রাজিল বিশ্বকাপেই প্রথমবার গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এবার আরও চমকপ্রদ প্রস্তাব দিলেন ফিফার বিতর্কিত সভাপতি। নয়া প্রস্তাবে রেফারির কোনও সিদ্ধান্ত পছন্দ না হলে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ জানাতে পারবেন টিম ম্যানেজার। ম্যাচ চলাকালীন টেনিস খেলার মতো দুটি করে চ্যালেঞ্জ জানাতে পরবেন ম্যানেজাররা।
First Published: Monday, June 23, 2014, 22:01