জয়ের ধারা অব্যাহত ম্যাঞ্চেস্টার সিটির, Manchester City continue to win

জয়ের ধারা অব্যাহত ম্যাঞ্চেস্টার সিটির

জয়ের ধারা অব্যাহত ম্যাঞ্চেস্টার সিটিরইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্ম অব্যাহত রাখল ম্যাঞ্চেস্টার সিটি। ইপিএলে রুদ্ধশ্বাস ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সকে তিন-দুই গোলে হারিয়ে দিল  তারা। লিগ তালিকার শীর্ষে থাকা সিটির বিরুদ্ধে ঘরের মাঠে শুরু থেকেই দুরন্ত ফুটবল উপহার দেন রেঞ্জার্স ফুটবলাররা। আটাশ মিনিটে বোথরয়েডের গোলে এগিয়ে যায় কুইন্স পার্ক ।এগিয়ে যাওয়ার পরও ম্যান সিটির ডিফেন্সকে চাপে রেখেছিল তারা। বিরতির ঠিক আগে এডিন জেকোর গোলে সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার সিটি। বাহান্ন মিনিটে ডেভিড সিলভার গোলে ম্যাচে প্রথমবারের জন্য এগিয়ে যায় লিগ শীর্ষে থাকা দলটি। কিন্তু লড়াই ছাড়েনি কুইন্স পার্ক রেঞ্জার্স।হেলগুনের গোলে সমতা ফেরায় তারা। কিন্তু চুয়াত্তর মিনিটে ইয়া ত্যুরের গোল রেঞ্জার্সের যাবতীয় লড়াইয়ে ইতি টেনে দেয়। ইপিএলের এগারোটা ম্যাচে উনচল্লিশটা গোল করল ম্যাঞ্চেস্টার সিটি।

First Published: Sunday, November 6, 2011, 16:28


comments powered by Disqus