Last Updated: Thursday, November 22, 2012, 21:16
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ম্যানচেস্টার সিটি। আয়াক্স আমস্টারডামের সঙ্গে ২-২ গোল ড্র করায় গতবারের মত এবারও ইউরোপ সেরা ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল। এদিন আবার চ্যাম্পিয়ন্স লিগে একটা কাণ্ড ঘটল। জিততে পারল না ইউরোপের কোনও বড় ক্লাবই। ম্যানচেস্টার সিটির পাশাপাশি রিয়াল মাদ্রিদ-, এসি মিলান, আর্সেনাল, শালকে জিরো ফোর-এর মত বড় দলেরা ড্র করে বসল।