Last Updated: May 13, 2012 14:27

চুয়াল্লিশ বছর পর ইপিএল খাতাব জেতার সুযোগ ম্যানসিটির সামনে। ভারতীয় সময় আজ সন্ধ্যে সাড়ে ৭টায় ইপিএল তালিকার একদম তলায় থাকা দল ক্যুইন্সপার্ক রেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে মানচিনির দল। ম্যাচ জিতলেই ম্যানইউ কে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যানসিটি। ৩০ এপ্রিল ম্যানইউকে হারানোর পরই উত্সবে মেতেছিলেন ম্যানসিটি ভক্তরা। সেই উত্সব চূড়ন্ত রূপ পেতে চলেছে আজ।

অন্য ম্যাচে ম্যানইউ খেলবে সান্দারল্যান্ডের সঙ্গে। ম্যানসিটি জিতে গেলে অবশ্য ওই ম্যাচের কোন গুরুত্বই থাকবে না। একমাস আগেও ম্যানইউ-র থেকে ৮ পয়েন্ট পিছিয়ে ছিল ম্যানসিটি। শুরুটা ভাল করেও রবার্তো মানচিনির ওপর। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে খেতাবের দোড়গোড়ায় পৌঁছনোর জন্য যাবতীয় কৃতিত্ব মানচিনি তাঁর ফুটবলেরদেরই দিচ্ছেন। তাঁর বক্তব্য, তাঁর একশ শতাংশ বিশ্বাস আছে যে তাঁর ফুটবলাররা এবছর সেরার শিরোপা পাবেন। ১৯৬৮ সালে শেষ বার ইপিএল খেতাব জিতেছিল ম্যানসিটি।
First Published: Sunday, May 13, 2012, 14:27