মণি ছেত্রীর জামিন মঞ্জুর

মণি ছেত্রীর জামিন মঞ্জুর

মণি ছেত্রীর জামিন মঞ্জুরঅন্তর্বর্তী জামিন পেলেন আমরিকাণ্ডে অভিযুক্ত চিকিত্‍সক মণি ছেত্রী। তবে জামিন মঞ্জুর হল না অভিযুক্ত বাকি ১২ জনের। চিকিত্সক মণি ছেত্রীকে আগেই পুলিস হেফাজতের রাখার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন করা হয়। আইনজীবী সমরাদিত্য পাল আদালতে তাঁর জামিনের শুনানি প্রসঙ্গে বলেন, আমরির ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে ডাক্তার মণি ছেত্রী ২০১১ সালের মার্চ মাসে সরে যান। তিনি প্রবীণ চিকিত্সক এবং অসুস্থ, আইসিসিইউয়ে রয়েছেন। তার জন্য আদালত যেন জামিন মঞ্জুর করে। সরকারি আইনজীবী শক্তি ভট্টাচার্য পাল্টা সওয়াল করেন, মণি ছেত্রী সত্যিই অসুস্থ। আইসিসিইউয়ে রয়েছেন। তাঁর যথাযথ চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং তাঁকে আগে সুস্থ করা প্রয়োজন। জামিন করিয়ে বাইরে বের করে আনার প্রয়োজনীয়তা কোথায়? তিনি অসুস্থ বলে তাঁকে জিজ্ঞাসাবাদের কোনও কাজই এখনও পর্যন্ত করা হয়নি। চিকিত্সকরা অনুমতি দিলে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিস।
মণি ছেত্রীর জামিন মঞ্জুর
বৃহস্পতিবার আলিপুর আদালতে আনা হয় চিকিত্সক মণি ছেত্রী এবং রাধেশ্যাম
আগরওয়াল বাদে সব অভিযুক্তকেই। চিকিত্সক মণি ছেত্রী অসুস্থ এবং রাধেশ্যাম
আগরওয়ালের আগেই শুনানি হয়ে যাওয়ায় এই দুজনকে আনা হয়নি। কলকাতা পুলিসের লক
আপে রেখে সিজেএম আদালতে ১২ জনের জামিনের আবেদনের দীর্ঘক্ষণ শুনানি হয়।
চিকিত্সক প্রণব দাশগুপ্তের আইনজীবী তপেন রায়চৌধুরীও আদালতে জানান,
প্রণববাবু শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি তাঁর হাঁটু প্রতিস্থাপন হয়েছে।
তাঁর জন্য অর্থোপেডিক বেডের ব্যবস্থা করা হোক অথবা তাঁকে জামিন দেওয়া হোক।
এছাড়াও আমরি কর্তাদের আইনজীবীদের প্রত্যেকেরই বক্তব্য ছিল, ঘটনার পর থেকে
সকলেই তদন্তের কাজে সহযোগিতা করেছেন। এবং ঘটনার পর কেউই পলাতক ছিলেন না।
সুতরাং বিচারক যেন তাঁদের জামিন মঞ্জুর করেন। সরকারি আইনজীবী পাল্টা সওয়াল
করেন, প্রত্যেকেই দাবি করেছেন আমরির অগ্নিকাণ্ডের জন্য তাঁরা দায়ি নন।
তাহলে ৯২ জনের মৃত্যুর দায় নেবে কে?
 
দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলে। সন্ধের পর  বিচারক প্রত্যেকেরই জামিন না মঞ্জুর
করেন। এর আগে পুলিস হেফাজতে থাকা চিকিত্সক মণি ছেত্রী, প্রণব দাশগুপ্ত,
পৃথা ব্যানার্জি এবং সাজিদ হুসেনকে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।
রাধেশ্যাম আগরওয়াল সহ বাকি আটজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 





First Published: Friday, February 3, 2012, 13:48


comments powered by Disqus