Last Updated: Saturday, December 8, 2012, 20:53
ঢাকুরিয়া আমরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেটে গেছে একটা গোটা বছর। তিরানব্বই জনের মৃত্যুর পরেও কার্যত কোনও শিক্ষাই নেয়নি কলকাতার সরকারি, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমগুলি। অন্তত দমকলের রেকর্ড বলছে সেকথাই। অগ্নি সুরক্ষায় বিস্তর গাফিলতি রয়েছে কুড়িটি হাসপাতাল-নার্সিংহোমের। যার মধ্যে রয়েছে দুটি সরকারি হাসপাতালও। সুরক্ষা বিধি না মানায় হাসপাতাল গুলির ছাড়পত্র আটকে দিয়েছে দমকল বিভাগ। আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের পর কলকাতার সব হাসপাতাল-নার্সিংহোমে পরিদর্শন চালায় ফায়ার সেফটি অডিট কমিটি।