Last Updated: August 12, 2013 22:53

মারণরোগকে হার মানিয়ে আগেই মাঠে ফিরেছেন যুবরাজ সিং। এবার পালা মনীষা কৈরালার। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই বড় পর্দায় ফিরতে পারেন মনীষা।
নিউ ইয়র্কে দীর্ঘ সময় চিকিত্সা চলার পর আপাতত নেপালি গুরুর সাহায্যে যোগব্যায়াম, মেডিটেশনের মাধ্যমে সুস্থ হচ্ছেন মনীষা। তাঁর ম্যানেজার সুব্রত ঘোষ জানালেন, মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে নভেম্বরেই হয়ত নতুন ছবির শুটিং শুরু করবেন মনীষা। আপাতত তিনি সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন তিনি।
গত জুন মাসে বিদেশ থেকে জরায়ুর ক্যান্সার সারিয়ে দেশে ফিরেছেন মনীষা। তারপর থেকেই ছবির প্রস্তাবে ভেসে গেছেন তিনি।
First Published: Monday, August 12, 2013, 22:53