Last Updated: Monday, August 12, 2013, 22:53
মারণরোগকে হার মানিয়ে আগেই মাঠে ফিরেছেন যুবরাজ সিং। এবার পালা মনীষা কৈরালার। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই বড় পর্দায় ফিরতে পারেন মনীষা।
Last Updated: Tuesday, July 23, 2013, 21:07
কিছুদিন আগেই শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ। নিউ ইয়র্কে দীর্ঘ চিকিত্সার পর এখন সম্পূর্ণ সুস্থ মনীষা কৈরালা। স্বাভাবিক ভাবেই কেমোথেরাপির ফলে খোয়া গেছে চুল। এর আগে মাথায় পাগড়ি বাঁধা ছবি পোস্ট করেছিলেন টুইটে। তবে এবার পাগড়ি ছাড়াই সাহসী মনীষা নিজের ছবি পোস্ট করলেন টুইটে।
Last Updated: Friday, December 7, 2012, 17:38
পড়ন্ত কেরিয়ার, বিবাহ বিচ্ছেদ কোনও কিছুই কোনওদিন দমিয়ে রাখতে পারেনি তাঁকে। ক্যান্সার তো কোন ছাড়। বলিউডের সদা হাস্যময়ী অভিনেত্রী মনীষা কৈরালা এবার সুস্থ হয়ে ওঠার আশ্বাস দিলেন ভক্তদের।
more videos >>