Last Updated: October 23, 2013 10:53

বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন চিন ও ভারতের প্রধানমন্ত্রী। দু`দেশের রাষ্ট্র প্রধানদের আলোচনায় কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে সীমান্ত সমস্যাকে।
মনমোহন ও লি-এর বৈঠকের পর একাধিক সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে চুক্তি সাক্ষর করবেন। তিব্বত সীমান্তে চিন সেনার অনপ্রবেশ নিয়ন্ত্রণে এই চুক্তি সাক্ষরিত হবে। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে গ্রেট হলে অনুষ্ঠানের আয়োজন করে সে দেশের সরকার।
এর পাশাপাশি ভারত-চিন বাণিজ্য সম্পর্ক ও তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে শিল্পপতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দু`দেশের প্রধানমন্ত্রী। ভারত থেকে রিলায়েন্সের অনিল আম্বানির প্রতিনিধিরা থাকছেন এই সমাবেশে। সে দেশের রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী।
First Published: Wednesday, October 23, 2013, 10:53