Last Updated: Wednesday, June 18, 2014, 10:28
শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ হয়ে গেল শ্যামনগরের ওয়েভার্লি জুটমিলে। আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ হয় জুটমিলের বাইরে। শ্রমিকদের বকেয়া পিএফ নিয়ে ঝামেলার জেরে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, দীর্ঘদিন ধরে পিএফের টাকা পাচ্ছেন না শ্রমিকরা।