Last Updated: September 29, 2013 21:37

সীমান্তপার সন্ত্রাস বন্ধে কড়া পদক্ষেপ করুক পাকিস্তান সরকার। পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনের ফাঁকে আজ পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
আধঘণ্টার বৈঠকের বেশিরভাগ সময়ই সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে মুম্বই হামলার প্রসঙ্গও। মুম্বই হামলার মূল চক্রীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
First Published: Sunday, September 29, 2013, 21:37