Last Updated: Wednesday, January 22, 2014, 17:48
বর্ষবরণ করতে একসঙ্গে নিউইয়র্ক গেলেও তাঁরা ফিরেছেন আলাদা আলাদা। আরও একটা হাইপ্রোফাইল বিচ্ছেদের সাক্ষী রইল বলিউড। এবারে রনবীর-ক্যাটরিনা। গত বছর স্পেনের ইবিজা বিচে তাঁদের ছুটি কাটানোর ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রে। কফি ইউথ করণেক শো-য়ে এসে তাঁদের বিয়েতে নাচের পরিকল্পনাও শুনিয়েছিলেন করিনা। কিন্তু সেই সম্পর্কও এখন অতীত।