Last Updated: September 19, 2013 11:14

শ্বাস কষ্ট ও মূত্র জনিত সমস্যা নিয়ে ফের আর এক বার হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী মান্না দে।
গত সপ্তাহে একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবাদপ্রতিম এই শিল্পী। এক সপ্তাহের ব্যবধানে একই সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।
বর্তমানে তাঁর ডায়ালিসিস চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে বলে ডাক্তাররা জানিয়েছেন।
আদতে কলকাতাবাসী দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়ী মান্না দে অর্ধ শতাব্দী মুম্বইয়ে কাটিয়েছেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুর বাসিন্দা।
১৯৪৩-এ `তামান্না` সিনেমায় প্লেব্যাক করে মান্না দে রূপোলী জগতে পদার্পণ করেন। হিন্দি, বাংলা চলচ্চিত্রে দাপটের সঙ্গে দিয়েছেন বিহু সুপার হিট গান। তাঁর আধুনিক গানও সমৃদ্ধ করেছে ভারতের সঙ্গীত জগতকে। সমানতালে গুজরাটি, মারাঠি, মালায়ালম, কন্নর প অসমিয়া সিনেমাতেও গান গেয়েছেন তিনি। এখনও পর্যন্ত প্রায় ৩,৫০০টি গান গেয়েছেন এই কিংবদন্তী।
First Published: Thursday, September 19, 2013, 11:14