Last Updated: Thursday, October 24, 2013, 18:37
পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে। ঝুলিতে অসংখ্য সম্মান। তবুও কোথাও যেন না পাওয়ার যন্ত্রণা। যোগ্য সম্মান না পাওয়া, ব্রাত্য হওয়ার বিষাদ। কিছুটা রবীন্দ্রনাথের চোখের বালির বিহারীর মত। কিন্তু দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীতজীবনে তার প্রভাব পড়েনি। প্রতিটি গানেই স্বতন্ত্র বলিউডের ক্লাসিকাল কিং। আর তাই হাজারো প্রশ্নের ভিড়ে জীবন্ত কিংবদন্তী মান্না দে থাকবেন লাখো মানুষের মণিকোঠায়।