Last Updated: March 22, 2014 12:32

নাম ঘোষণার পর আর বসে থাকেন নি। রাতেই বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে। হাওড়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মনোজ পান্ডে। শুক্রবারই শুক্রবার রাজ্যের একুশজন প্রার্থীর নাম ঘোষণা করেছে এআইসিসি।
হাওড়া লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করবেন মনোজ বাবু। অন্যান্য দলের প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারও শুরুও করে দিয়েছেন। প্রচারের দৌড়ে তাই কিছুটা পিছিয়ে থেকেই শুরু করলেন কংগ্রেস প্রার্থী মনোজ পান্ডে। নাম ঘোষণা হওয়ার পর তাই একফোঁটাও সময় নষ্ট করতে রাজি নন মনোজ বাবু। রাতেই ঘুরলেন পাড়ার দোকানে দোকানে। চলল সৌজন্য আলাপবিনিময়।
First Published: Saturday, March 22, 2014, 12:32