মিস ইন্ডিয়া ইউনিভার্স মানসী মোঘে

মিস ইন্ডিয়া ইউনিভার্স মানসী মোঘে

মিস ইন্ডিয়া ইউনিভার্স মানসী মোঘেমিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন ইন্দোরের মানসী মোঘে। বৃহস্পতিবার ইন্ডিয়ান ডিভা ২০১৩ প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত হন মানসী। আগামী ৯ নভেম্বর মস্কোয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।

মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন গুরলিন গ্রেওয়াল ও সৃষ্টি রানা। পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মিস ইন্ডিয়া ওরগানাইজেশনের ডিরেক্টর মার্ক রবিনসন। বিচারকদের আসনে ছিলেন জিনত আমন, রবিন টন্ডন, মালাইকা অরোরা খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, কূণাল কপূর, অতুল কসবেকর ও প্রাক্তন মিস কানাডা সহর বিনিয়াজ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ভিভান ভটেনা ও রেডিও জকি মন্ত্রা।

আগে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার বিজয়িনী প্রতিনিধিত্ব করতেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। ২০১০ সাল থেকে আই অ্যাম শি-মিস ইউনিভার্স প্রতিযোদিতার বিজয়ীকে পাঠানো শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। এই বছর ফের মিস ইউনিভার্সের স্বত্ত্ব ফিরে পায় মিস ইন্ডিয়া অরগানাইজেশন। এরপরই আয়োজিত হয় প্রথম মিস ডিভা প্রতিযোগিতা।





First Published: Friday, September 6, 2013, 19:27


comments powered by Disqus