মার্ক রবিনসন - Latest News on মার্ক রবিনসন| Breaking News in Bengali on 24ghanta.com
মিস ইন্ডিয়া ইউনিভার্স মানসী মোঘে

মিস ইন্ডিয়া ইউনিভার্স মানসী মোঘে

Last Updated: Friday, September 6, 2013, 19:27

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন ইন্দোরের মানসী মোঘে। বৃহস্পতিবার ইন্ডিয়ান ডিভা ২০১৩ প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত হন মানসী। আগামী ৯ নভেম্বর মস্কোয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।