Last Updated: July 25, 2013 20:00

কুড়ি বছর আগে করে ফেলেছিলেন অপরাধ। তার জন্য আপাতত স্ত্রীকে ছেড়ে সাড়ে তিন বছর জেলে কাটাতে হচ্ছে তাঁকে। কিন্তু তাতে প্রেমে ভাঁটা পড়েনি একটুও। জেলের অন্ধকার কুঠুরি থেকেই স্ত্রী মান্যতার জন্য অসাধারণ উপহার পাঠালেন সঞ্জয় দত্ত। গত ২২ জুলাই মান্যতার জন্মদিনে তাঁর জন্য কবিতা লিখলেন হাবি সঞ্জয়। নিজের লেখা কবিতা ও চ্যাপ্টা গোলাপ উপহার দিলেন স্ত্রীকে।
কিছুদিন আগে জেলের বাগান থেকে একটি গোলাপ ছিঁড়ে বইয়ের পাতার ভাঁজে রেখেছিলেন সঞ্জয়। স্ত্রীর জন্মদিনে সেই গোলপই পাঠালেন সঞ্জুবাবা। ইয়েরওয়াড়া জেল সূত্রে খবর জেলে যাওয়ার পর থেকেই গত দুমাস ধরে স্ত্রীর জন্মদিনের দিন গুণছিলেন সঞ্জয়। নিজের আইনজীবীর হাত দিয়ে স্ত্রীকে উপহার পাঠান সঞ্জয়। চ্যাপ্টা গোলাপ পেয়ে কেঁদে ফেললেন মান্যতা।
First Published: Thursday, July 25, 2013, 20:00