Last Updated: Thursday, July 25, 2013, 20:00
কুড়ি বছর আগে করে ফেলেছিলেন অপরাধ। তার জন্য আপাতত স্ত্রীকে ছেড়ে সাড়ে তিন বছর জেলে কাটাতে হচ্ছে তাঁকে। কিন্তু তাতে প্রেমে ভাঁটা পড়েনি একটুও। জেলের অন্ধকার কুঠুরি থেকেই স্ত্রী মান্যতার জন্য অসাধারণ উপহার পাঠালেন সঞ্জয় দত্ত। গত ২২ জুলাই মান্যতার জন্মদিনে তাঁর জন্য কবিতা লিখলেন হাবি সঞ্জয়। নিজের লেখা কবিতা ও চ্যাপ্টা গোলাপ উপহার দিলেন স্ত্রীকে।