জামুইয়ে মাওবাদী হামলায় নিহত এসটিএফ জওয়ান, আহত ২ জওয়ান

জামুইয়ে মাওবাদী হামলায় নিহত এসটিএফ জওয়ান, আহত ২ জওয়ান

জামুইয়ে মাওবাদী হামলায় নিহত এসটিএফ জওয়ান, আহত ২ জওয়ানবিহারের জামুইয়ে মাওবাদী হামলায় নিহত হলেন এসটিএফ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুই জওয়ান। শুক্রবার ভোরে পরাশিতে নির্মীয়মাণ সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা।

খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এসটিএফ। বিদ্যেশ্বরী পাহাড়ের কাছে এসটিএফের গাড়িতে হামলা চালায় মাওবাদীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এসটিএফ জওয়ান অংশুমান কুমারের। হামলা চালিয়ে পালানোর সময় লালদহিয়াতে একটি বেসরকারি মোবাইল কোম্পানির গাড়িতেও হামলা চালায় মাওবাদীরা।

First Published: Friday, September 20, 2013, 11:43


comments powered by Disqus